টাঙ্গাইল জেলা পরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা শেখ কামাল হোসেন আর নেই
স্টাফ রিপোর্টার: টাঙ্গাইল জেলা পরিষদের সদস্য, নাগরপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও মামুদনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ কামাল হোসেন শনিবার (২৭ মার্চ) সকালে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি—রাজিউন। তার বয়স হয়েছিল ৬৭ বছর।
শনিবার (২৭ মার্চ) বিকেলে নাগরপুর উপজেলার মামুদনগর উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটুসহ আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও বীর মুক্তিযোদ্ধা-জনতা জানাজার নামাজে অংশ নেন।
পরে নিজ গ্রাম মামুদনগর কবরস্থানে বীর মুক্তিযোদ্ধার মরদেহ রাষ্ট্রিয় মর্যাদায় দাফন করা হয়।
Comments are closed.