টাঙ্গাইল জেলা জাতীয় পার্টির আহবায়ক কমিটির পরিচিতি ও সভা

386

স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইল জেলা জাতীয় পার্টির আহবায়ক কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ ডিসেম্বর) সকাল ১০ টায় টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু মিলনায়তনে জেলা জাতীয় পার্টির আহবায়ক কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগের সমন্বয় টিমের প্রধান ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য লিয়াকত হোসেন খোকা এমপি।
টাঙ্গাইল জেলা জাতীয় পার্টির আহবায়ক ও প্রেসিডিয়াম সদস্য আবুল কাশেমের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টি প্রেসিডিয়াম সদস্য জহিরুল ইসলাম জহির, ভাইস চেয়ারম্যান আরিফুল রহমান খান আশরাফ, যুগ্ম মহাসচিব গোলাম মোহাম্মদ রাজু, সংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন, এনাম জয়নাল আবেদীন, হুমায়ুন খান, শিক্ষা বিষয়ক সম্পাদক মিজানুর রহমান মিয়া, কেন্দ্রীয় কমিটি সদস্য আবু সাঈদ স্বপন। বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য খন্দকার নাজিম উদ্দিন, মোজামেল হক, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মামুনুর রহিম সুমন জেলা, উপজেলা ও অংগ সংগঠনের নেতৃবৃন্দ।
এর আগে জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এম.পি বিগত (১৩ অক্টোবর) টাঙ্গাইল জেলা জাতীয় পার্টির ১১১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদন দেয়। টাঙ্গাইল জেলা জাতীয় পার্টির আহবায়ক করা হয়েছে আবুল কাশেম, সদস্য সচিব আব্দুস ছালাম চাকলাদার, যুগ্ম আহবায়ক খন্দকার নাজিম উদ্দিন, মোজাম্মেল হক, আবু তাহের সুজাত আলী, কবির হোসেন উজ্জল প্রমুখ।

 

Comments are closed.

ব্রেকিং নিউজঃ