টাঙ্গাইল জেলা জাতীয় পার্টির বর্ধিত সভা অনুষ্ঠিত

0 128

স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইল জেলা জাতীয় পার্টির বর্ধিত সভা শুক্রবার (১ নভেম্বর) বিকালে কালিহাতী উপজেলার এলেঙ্গা রিসোর্টের হলরুমে অনুষ্ঠিত হয়েছে। জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও জেলার আহ্বায়ক পীরজাদা শফিউল্লাহ আল মুনিরের সভাপতিত্বে এই বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন সাবেক এমপি শামছুল হক তালুকদার ছানু, জেলা জাতীর পার্টির সদস্য সচিব এডভোকেট আব্দুস ছালাম চাকলাদার, যুগ্ম আহ্বায়ক মীর মহব্বত হোসেন, এডভোকেট আবু তাহের, জাতীয় পার্টির নেতা এডভোকেট সুজাত আলী, খোরশেদুল ইসলাম, আকবর আলী খান, আবু সাইদ, দেলোয়ার হোসেন দেলুসহ ১২টি উপজেলা এবং ১১টি পৌরসভার সভাপতি সম্পাদকবৃন্দ। এ সময় টাঙ্গাইল জেলা জাতীয় পার্টির প্রতিটি ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বর্ধিত সভায় আগামী (২০ নভেম্ববরের) মধ্যে প্রতিটি উপজেলা ও পৌর সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি গঠন করার সিদ্ধান্ত হয়।

Leave A Reply

Your email address will not be published.

ব্রেকিং নিউজঃ