টাঙ্গাইল জেলা জাকের পার্টির সভাপতি খলিলুরের ইন্তেকাল

171

ঘাটাইল প্রতিনিধি ॥
বাংলাদেশ জাকের পার্টির স্থায়ী কমিটির সদস্য, জাকের পার্টি বৃহত্তর ময়মনসিংহের সাংগঠনিক বিভাগের সাধারণ সম্পাদক ও টাঙ্গাইল জেলা জাকের পার্টির সভাপতি খলিলুর রহমান ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে……রাজিউন)। উন্নত চিকিৎসার জন্য ঢাকার একটি হাসপাতালে নেয়ার পথে কালিয়াকৈর এলাকায় শুক্রবার (১৯ মার্চ) রাত ১টার সময় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর। তিনি স্ত্রী, ৩ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার পশ্চিম পাড়া এলাকার বাসিন্দা খলিলুর রহমান টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসন থেকে জাকের পার্টির মনোনয়নে দলীয় প্রতীক (গোলাপ ফুল) নিয়ে দুইবার জাতীয় সংসদ সদস্য নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন। শনিবার (২০ মার্চ) বাদ জোহর খলিলুর রহমানের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

 

Comments are closed.

ব্রেকিং নিউজঃ