স্পোর্টস রিপোর্টার ॥
টাঙ্গাইল জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে রক্তাক্ত ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন করেছে। মঙ্গলবার (১৫ আগস্ট) সকালে জেলা ক্রীড়া সংস্থার ভিআইপি গেটের সম্মুখে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮তম শাতাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও গণভোজ অনুষ্ঠিত হয়।
এ সময় জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মির্জা মঈনুল হোসেন লিন্টু প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি এ হাসান ফিরোজ, যুগ্ম সম্পাদক মাতিনুজ্জামান খান সুখন, নির্বাহী সদস্য ভ্রমর চন্দ্র ঘোষ ঝোটন, আনিসুর রহমান আলো, বাবুল খান, জাহিদ তারেক খান জুয়েল, বজলুর রহমান, আরাফাত রহমান, এরফানুল করিম খান আজমী, শাহ আজিজ তালুকদার বাপ্পী, জেলা ক্রীড়া কর্মকর্তা আল আমিন সবুজসহ ক্রীড়ামোদি সংগঠক, সাবেক ও বর্তমান খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।