টাঙ্গাইল জেলা কৃষক লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

134

স্টাফ রিপোর্টার: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী মুজিব বর্ষ উপলক্ষে টাঙ্গাইল জেলা কৃষক লীগের আয়াজনে আলোচনা ও বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে টাঙ্গাইল পৌরসভা মিলনায়তনে সভার উদ্বোধন করেন বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি কৃষিবিদ সমীর চন্দ।
সভায় প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক।
জেলা কৃষক লীগের সভাপতি জহিরুল ইসলাম মাস্টারের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম এমপি, বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এডভোকেট উম্মে কুলসুম স্মৃতি এমপিসহ কৃষকলীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
সভায় জেলা কৃষক লীগের সকল ইউনিটের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

 

Comments are closed.

ব্রেকিং নিউজঃ