টাঙ্গাইল জেলা এ্যাডভোকেট বার সমিতির নির্বাচন বৃহস্পতিবার

293

হাসান সিকদার॥ টাঙ্গাইল জেল এ্যাডভোকটে বার সমিতির কার্যনির্বহী পরিষদের নির্বাচন আগামীকাল ১৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। সমিতির ভবনে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থিত দু‘টি প্যানেলে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। জানা যায়, এ নির্বাচনে প্রতিবারের মতো এবারও আওয়ামী লীগ ও বিএনপি সমর্থিত দু‘টি প্যানেলে অংশ নিচ্ছে। আওয়ামী লীগের নেতৃত্বাধীন সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের মনোনীত আইয়ুব-শহিদ পরিষদের প্রার্থীরা হচ্ছেন- সভাপতি পদে আইয়ুব আলী, সহ-সভাপতি পদে যতীন্দ্র চন্দ্র দে, হোসেন জাহিদুল হাসান প্লাবন, সাধারন সম্পাদক পদে শহিদুর রহমান, যুগ্ম সম্পাদক পদে মোহাম্মদ মাসুদুল হক রতন, লাইব্রেরী সম্পাদক পদে আজাহারুল ইসলাম , ক্রীড়া সম্পাদক পদে আহসান হাবিব (হাসান), সাহিত্য ও সাংস্কৃকিক সম্পাদক পদে এম,আনোয়ার হোসেন (সখীপুরি) , নির্বাহী সদস্য পদে আব্দুল জলিল, এস,এম জহিরুল ইসলাম, ফাহিমা আক্তার ,সুব্রত সাহা দেওয়ান মো: সামছ উদ্দিন , সোহেল আহমেদ মল্লিক ।

অন্যদিকে, বিএনপি নেতৃত্বাধীন জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের প্রার্থীরা হচ্ছেন- সভাপতি পদে সাইফুল ইসলাম (শিবলী), সহ-সভাপতি পদে সরকার কবীর উদ্দিন ও জহুর আজহার খান, সাধারণ সম্পাদক পদে আবুল কাশেম মো: মনসুর আহমেদ খান বিপন, যুগ্ম সম্পাদক পদে এস,এম পারভেজ (শিমুল), লাইব্ররেী সম্পাদক পদে রকিবুল ইসলাম , ক্রীড়া সম্পাদক পদে ছারোয়ার হোসেন (মারুফ), সাহত্যি ও সাংস্কৃতকি সম্পাদক পদে নার্গিস আক্তার এবং নির্বাহী সদস্য পদে আরিফুর রহমান খান, আশরাফ আলী মিয়া বাদল, নাসির উদ্দিন ভূইঞা শওকত আলী মিয়া।

Comments are closed.

ব্রেকিং নিউজঃ