টাঙ্গাইল জেলা ইজতেমায় দুই মুসুল্লির মৃত্যু

0 151

স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলে ইজতেমায় দুই মুসুল্লির মৃত্যু হয়েছে। শুক্রবার (২২ ডিসেম্বর) সকাল সাড়ে আটটার দিকে তাদের মৃত্যু হয়। নিহতরা হলো- জেলার সখীপুর উপজেলার ঘেচুয়া গ্রামের জুলহাস (৫৫) ও ভুঞাপুর উপজেলার বীরহাটী গ্রামের শাহজাহান চকদার (৬০)। শুক্রবার বাদ-জুম্মা নিহতদের জানাজা নামাজ আদায় করা হয়।
ইজতেমার মুরুব্বীদের দাবি, উভয়েরই স্বাভাবিকভাবে মৃত্যু হয়েছে। নিহতের স্বজনরাও স্বাভাবিক মৃত্যু হিসেবে স্বীকার করেছেন। তবে উপস্থিতি মুসুল্লিরা টিনিউজকে জানান, প্রচন্ড শীতের কারণেই উভয়ের মৃত্যু হতে পারে।
টাঙ্গাইল জেলা তাবলীগী আমীর মাওলানা আব্দুল হাই টিনিউজকে বলেন, উভয়ের মৃত্যুই স্বাভাবিক মৃত্যু হয়েছে। বাদ-জুম্মা জানাজা নামাজ শেষে নিহতদের লাশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
নিহত শাহজাহানের ছেলে খসরু চকদার ও জুলাহাসের ছেলে আলহাজ মিয়া লাশ গ্রহণ করার বিষয়টি নিশ্চিত করেছেন।

Leave A Reply

Your email address will not be published.

ব্রেকিং নিউজঃ