টাঙ্গাইল জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পেলেন এমপি শুভ

155

স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের মির্জাপুর আসনের সংসদ সদস্য খান আহমেদ শুভকে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মনোনীত করা হয়েছে। জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের দীর্ঘ ৯ মাস পর সোমবার (৭ আগস্ট) ৭৪ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেয়া হয়। বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতির নির্দেশে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি পূর্ণাঙ্গ কমিটিতে স্বাক্ষর করেন। কমিটিতে ১১ জনকে সহ-সভাপতি ও ৩ জনকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। খান আহমেদ শুভ এমপি ছাড়াও অন্য দুই সাংগঠনিক সম্পাদক হলেন জামিলুর রহমান মিরন, সাইফুজ্জামান খান সোহেল।




খান আহমেদ শুভ মির্জাপুর উপজেলা ওয়ার্শী ইউনিয়নের কহেলা গ্রামে জন্মগ্রহণ করেন। ২০২১ সালে ১৬ নভেম্বর সংসদ সদস্য একাব্বর হোসেন মৃত্যুবরণ করলে ২০২২ সালের ১৬ জানুয়ারি অনুষ্ঠিত শূন্য আসনের উপ-নির্বাচনে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। এছাড়াও এমপি শুভ এফবিসিসিআইয়ের পরিচালক, টাঙ্গাইল জেলা চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাটিজ লিমিটেডের সভাপতি ও টাঙ্গাইল থেকে প্রকাশিত দৈনিক আজকের দেশবাসী পত্রিকার নির্বাহী সম্পাদকের দায়িত্ব পালন করছেন। বিগত টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের কমিটিতে তিনি কার্যকরী সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।




সূত্র জানায়, ২০২২ বছরের ৭ নভেম্বর টাঙ্গাইল স্টেডিয়ামে জাকজমকপূর্ণ পরিবেশে জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান ফারুককে সভাপতি ও অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম জোয়াহের এমপিকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়। এরপর থেকে বিগত ৯ মাস দলের সাংগঠনিক কর্মকান্ড সভাপতি সম্পাদকের নেতৃত্বে পরিচালিত আসছিল।




এদিকে জেলা কমিটিতে এমপি খান আহমেদ শুভকে সাংগঠনিক সম্পাদক মনোনীত করার খবর ছড়িয়ে পড়লে মির্জাপুরে আওয়ামী লীগের নেতাকর্মীরা আনন্দে মেতে ওঠেন। বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা ফুলের তোড়া নিয়ে এসে তাকে অভিনন্দন জানাতে থাকেন। তারা শুভেচ্ছা বিনিময়, মিষ্টি বিতরণের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও অভিনন্দন জানাতে থাকেন।




এদিকে এমপি খান আহমেদ শুভকে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মনোনীত করায় তিনি বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপির প্রতি কৃতজ্ঞা প্রকাশ করেছেন। এছাড়া জেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা ফজলুর রহমান খান ফারুক ও সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম এমপি’র প্রতিও কৃতজ্ঞা প্রকাশ করেছেন।