টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের কমিটিতে ১২ নেতার চুড়ান্তভাবে আর কখনও থাকা হচ্ছে না
হাসান সিকদার ॥
বিগত কমিটির ১২ জন নেতা চুড়ান্তভাবে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের কমিটিতে আর কখনও থাকা হচ্ছে না। এই ১২ জন নেতা সর্বশেষ গত জেলা কমিটিতে ছিলেন। জেলা আওয়ামী লীগের গত কমিটির ১০ জন সহ-সভাপতির মধ্যে ২ জন, ১ জন প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং কার্যকরী কমিটির ৩৪ জন সদস্যের মধ্যে ৯ জন সদস্য নেতা চুড়ান্তভাবে আর কখনও কমিটিতে থাকা হচ্ছে না।
জানা যায়, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা স্বাক্ষরিত বিগত ২০১৫ সালের (১৮ অক্টোবর) সম্মেলনের মাধ্যমে বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান খান ফারুক সভাপতি ও জোয়াহেরুল ইসলাম জোয়াহের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। তিন বছর মেয়াদের সেই কমিটির সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে বিগত ২০২২ সালের (৭ নভেম্বর)। সম্মেলনের মাধ্যমে নতুন কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান খান ফারুক ও সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম জোয়াহের এমপি পুণরায় নির্বাচিত হন। কিন্তু দীর্ঘ ৭ মাসেও বর্তমান এই কমিটি এখনও পূর্নাঙ্গ হয়নি। কমিটি পূর্ণাঙ্গ করতে গত ফেব্রুয়ারি মাসে ঢাকায় কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. আব্দুর রাজ্জাক এমপির বাসায় বসেন জেলার সভাপতি ও সাধারণ সম্পাদক। পরে চলতি মাসের গত (১৩ মে) পূর্ণাঙ্গ কমিটির খসড়া করা হয়।
ফেসবুকে পাওয়া সেই তালিকায় দেখা যায়- ৭৫ সদস্য বিশিষ্ট কমিটিতে সভাপতি ১ জন, সহ-সভাপতি ১১ জন, সাধারণ সম্পাদক ১ জন, যুগ্ম সাধারণ সম্পাদক ৩ জন, সাংগঠনিক সম্পাদক ৩ জন, সম্পাদক ২০ জন এবং কার্যকরী সদস্য পদে ৩৬ জনের নাম রয়েছে। এ তালিকায় নাম নেই বিগত কমিটির পদধারী কয়েকজন নেতার। আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত একাধিক নেতারা টিনিউজকে বলেন, শুনেছি ফেসবুকে ভাইরাল হওয়া এ তালিকাই কেন্দ্রে জমা হয়েছে।
এদিকে সর্বশেষ বিগত ২০১৫ সালে গঠিত কমিটির ১২ জন নেতা চুড়ান্তভাবে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের কমিটিতে আর কখনও থাকা হচ্ছে না। তারা হলেন- বিগত কমিটির ৪নং সহ-সভাপতি আলী আজগর খান দাউদ, ৯নং সহ-সভাপতি এডভোকেট আব্দুস সালাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক আলমগীর হোসেন তালুকদার। এছাড়া কার্যকরী কমিটির ৩৪ জন সদস্যের মধ্যে ৯ জন সদস্য নেতারা হলেন- ১নং সদস্য মির্জা তোফাজ্জল হোসেন মুকুল, ২নং সদস্য এম হোসেন আলী, ৫নং সদস্য আলহাজ একাব্বর হোসেন এমপি, ৯নং সদস্য আব্দুর রশিদ লেবু, ১৮নং সদস্য আঃ হামিদ ভোলা, ২০নং সদস্য নজরুল ইসলাম খান সামু, ২৩নং সদস্য এডভোকেট নূরুল ইসলাম, ২৫নং সদস্য মিনু আনাহলী, ৩৩নং সদস্য এম.এ মালেক। মূলত টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের ত্যাগী এসব নেতা বিভিন্ন সময়ে ইন্তেকাল করেছেন। দলের নিবেদিত এই মরহুম নেতাদের রাজনৈতিক কর্মকান্ডের জন্য সবসময়ই টাঙ্গাইল জেলা আওয়ামী লীগ স্মরণে রাখবে। এজন্যই টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের কমিটিতে এদের আর কখনও থাকা হচ্ছে না।