টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের কমিটিতে সভাপতিসহ মির্জাপুরের পাঁচজন

844

স্টাফ রিপোর্টার, মির্জাপুর ॥
টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের কমিটিতে সভাপতি ফজলুর রহমান খান ফারুক ছাড়াও মির্জাপুরের আরো চারজন পদ পেয়েছেন। তারা হলেন- টাঙ্গাইল-৭ মির্জাপুর আসনের সংসদ সদস্য খান আহমেদ শুভ (সাংগঠনিক সম্পাদক-৩), উয়ার্শী ইউপি চেয়ারম্যান মাহবুব আলম মল্লিক (সদস্য), মধুমতি ব্যাংকের উদ্যোক্তা পরিচালক, ইবিএস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও মির্জাপুর উপজেলা উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা রাফিউর রহমান খান ইউসুফজাই সানি (সদস্য) ও অবসরপ্রাপ্ত মেজর খন্দকার আব্দুল হাফিজ (সদস্য) মনোনীত হয়েছেন।




গত (৭ আগস্ট) বাংলাদেশ আওয়ামী লীগ এর সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশক্রমে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দলীয় প্যাডে ৭৪ সদস্য বিশিষ্ট টাঙ্গাইল জেলা কমিটি অনুমোদন দেন বলে জানা গেছে। সদস্যের তালিকায় একটি ঘর ফাঁকা রয়েছে।
জেলা কমিটি থেকে এবার বাদ পড়েছেন মির্জাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মীর শরীফ মাহমুদ, উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সালমা সালাম উর্মী ও মীর আব্দুল ওয়াদুদ।
প্রসঙ্গত, গত বছরের (৭ নভেম্বর) টাঙ্গাইল জেলা স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে সর্বসম্মতিতে বীর মুক্তিযোদ্ধা একুশে পদকপ্রাপ্ত ফজলুর রহমান খান ফারুককে সভাপতি ও সখিপুর-বাসাইল আসনের সংসদ সদস্য জোয়াহেরুল ইসলামকে সাধারণ সম্পাদক পদে পুনরায় নির্বাচিত করা হয়।