টাঙ্গাইল জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সম্মেলনে সভাপতি আমিরুল সম্পাদক সাজ্জাদ

515

স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইল জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩১ জুলাই) দুপুরে জেলা শিল্পকলা একাডেমিতে আওয়ামী মৎস্যজীবী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে আমিরুল ইসলামকে সভাপতি ও সাজ্জাদকে সাধারণ সম্পাদক করে আগামী তিন বছরের জন্য ৬ সদস্য বিশিষ্ঠ আংশিক কমিটি ঘোষনা করা হয়। কমিটির অন্যান্য নেতৃবৃন্দরা হলেন, প্রধান উপদেষ্টা আমীর হামজা ব্যপারী, সহ-সভাপতি মীর ইমরুল হাসান শিবলু, যুগ্ম-সাধারণ সম্পাদক খান তাজুল আরেফিন রাসেল, ফারুক হোসেন।




বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সায়ীদুর রহমান, কার্যকারী সভাপতি সাইফুল আলম মানিক ও সাধারণ সম্পাদক লায়ন শেখ আজগর নষ্করে স্বাক্ষরিত প্যাডে এ কমিটি ঘোষনা করা হয়। আগামী ৪৫ দিনের মধ্যে ঘোষিত কমিটিকে পূর্নাঙ্গ কমিটি করে কেন্দ্রীয় কমিটির কাছে পাঠানোর নির্দেশ দেয়া হয়।