টাঙ্গাইল জেলায় ডেঙ্গু জ্বরে নতুন আক্রান্ত ৪৭ জন
স্টাফ রিপোর্টার ||
টাঙ্গাইল জেলায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি অব্যাহত আছে। টাঙ্গাইলের সিভিল সার্জন ডা: মো: মিনহাজ উদ্দিন মিয়া বুধবার (৩০ আগষ্ট) সকালে জানিয়েছেন, জেলায় ২৪ ঘন্টায় নতুন করে ৪৭ জন মানুষ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন। এ পর্যন্ত টাঙ্গাইল জেলায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত মোট রোগীর সংখ্যা দাড়িয়েছে এক হাজার ৬৭২ জন। ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৫২ জন। এপর্যন্ত মোট সুস্থ হয়েছেন এক হাজার ৫৩২ জন। বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীণ আছেন ১৪০ জন রোগী। জেলায় ডেঙ্গু জ্বরে মোট ৫ জনর মৃত্যূ হয়েছে।
জেলা স্বাস্থ্য বিভাগ সুত্রে জানা গেছে, নতুন আক্রান্তদের মধ্যে টাঙ্গাইল সদর উপজেলায় ১৫ জন, নাগরপুর উপজেলায় ৪ জন, মির্জাপুর উপজেলায় ১১ জন, সখীপুর উপজেলায় ২ জন, মধুপুর উপজেলায় ৩ জন, গোপালপুর উপজেলায় ৩ জন এবং ধনবাড়ী উপজেলা ৯ জন রয়েছেন।