টাঙ্গাইল ঘারিন্দা ইউপি উপনির্বাচনে আ’লীগ প্রার্থীর মনোনয়নপত্র জমা

123

স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইল সদর উপজেলার ৩নং ঘারিন্দা ইউনিয়ন পরিষদের উপনির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী তোফায়েল আহমেদ মনোনয়নপত্র জমা দিয়েছেন। বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে টাঙ্গাইল নির্বাচন অফিস কার্যালয়ে তিনি মনোনয়নপত্র জমা দেন। এর আগে গত (২১ সেপ্টেম্বর) গণভবন থেকে তোফায়েল আহমেদকে দলীয় প্রার্থী হিসেবে ঘোষনা করেন।
জানা যায়, গত (২৮ জানুয়ারি) ঘারিন্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রুহুল আমীন খান খোকন অসুস্থতাজনিত কারণে মৃত্যুবরণ করেন। পরে পদ শূণ্য ঘোষণা করে। গত (১৫ সেপ্টেম্বর) জেলা নির্বাচন কমিশন উপনির্বাচনের জন্য তফসিল ঘোষনা করেন। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) মনোনায়নপত্র যাচাই-বাছাইয়ের শেষ তারিখ ধার্য করা হয়। আগামী (২০ অক্টোবর) ইউনিয়নের উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।
আওয়ামী লীগ থেকে মনোয়নপ্রাপ্ত তোফায়েল আহমেদ ঢাকা কুইন্স ইউনিভার্সিটি থেকে বিবিএ শেষ করে প্রয়াত রুহুল আমীন খান খোকনের হাত ধরে রাজনীতি শুরু করেন। এরপর আর পিছনে তাকাতে হয়নি তাকে রাজনীতির পাশাপাশি ব্যবসা শুরু করেন তোফায়েল আহমেদ। তার হাতে গড়া টাঙ্গাইল শিক্ষাক্ষেত্রে অবদান টাঙ্গাইল কমার্স কলেজ প্রতিষ্ঠার মধ্য দিয়ে। তোফায়েল আহমেদ বলেন, আমি নির্বাচিত হলে মাদক ও সন্ত্রাসমুক্ত ইউনিয়ন গড়ে তুলবো। ঘারিন্দাকে একটি মডেল ইউপি পরিষদ হিসাবে গড়ে তুলবো। আমার বাবার সপ্ন ছিলো ঘারিন্দা ইউনিয়নের কেউ না খেয়ে মারা যাবে না। আমি বর্তমান করোনাকালীন সময়ে প্রায় ১২শ’ পরিবারের মাঝে নিজ অর্থায়নে খাদ্য সামগ্রী পৌছে দিয়েছি। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে প্রায় শতাধিক অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী দিয়েছি। সব সময় সকলের পাশে থেকে সেবা করার সুযোগ চাই।

 

 

Comments are closed.

ব্রেকিং নিউজঃ