স্টাফ রিপোর্টার ॥
সুস্থ দেহ সবল মন, গড়ে তুলি উন্নত জীবন, আসুন ব্যায়াম করি, শরীর সুস্থ রাখি। এ স্লোগানকে সামনে নিয়ে টাঙ্গাইল স্বাস্থ্য সচেতন বিভিন্ন বয়সি মানুষের শরীরচর্চার সংগঠন দেহগড়ি ক্লাবের মোহাম্মদ শওকত আলীর উদ্যোগে আকর্ষনীয় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ সেপ্টেম্বর) সকালে টাঙ্গাইল ঈদগাহ মাঠে প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়।
প্রীতি ফুটবল ম্যাচে সাদা ও হলুদ দল অংশগ্রহণ করে। সাদা ও হলুদ উভয়দলই বেশ উত্তেজনাপূর্ন খেলার মধ্য দিয়ে (১-১) গোলে ড্র হয়। প্রথমে সাদা দলের পক্ষে গোল করেন টীম লিডার সুব্রত ধর। হলুদ দলের পক্ষে গোল করেন আব্দুল আজিজ নোমান। খেলা পরিচালনা করেন দেহগড়ির সাধারণ সম্পাদক ও ব্যায়ামের প্রশিক্ষক আনিসুজ্জামান আনিস। খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা রবিউল গেরিলা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তপন ভট্রাচার্য।
এ সময় উপস্থিত ছিলেন দেহগড়ি ক্লাবের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান, সাইফুল ইসলাম ও ইঞ্জি. আব্দুর রহিম মিয়া, তপন কুমার গুন, ব্যবসায়ি আব্দুল আজিজ ও চন্ডিদাস নাগ, সহ-সভাপতি রফিকুল ইসলামসহ দেহগড়ি ক্লাবের অন্যান্য সদস্য। খেলা শেষে শওকত আলীর সৌজন্যে ভোজের আয়োজন এবং বিজয়ী ও বিজীতদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
Comments are closed.