টাঙ্গাইল ক্লাবের পক্ষে জেলা প্রশাসকের কাছে ত্রাণ সামগ্রী হস্তান্তর

0 152

স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলে করোনা ভাইরাস আতঙ্কের কারণে কর্মহীন হয়ে পড়া হতদরিদ্র লোকজনের মাঝে বিতরণের জন্য টাঙ্গাইল ক্লাবের পক্ষ থেকে জেলা প্রশাসনের কাছে ত্রাণ সামগ্রী হস্তান্তর করা হয়েছে। জেলায় কর্মহীন হয়ে পড়া দরিদ্রদের মধ্যে বিতরনের উদ্দেশ্যে এই ত্রাণ সামগ্রী হস্তান্তর করা হয়।
টাঙ্গাইল সার্কিট হাউজ প্রাঙ্গণে রোববার (২৯ মার্চ) জেলা প্রশাসক শহিদুল ইসলামের কাছে ত্রাণ সামগ্রী হস্তান্তর করেন টাঙ্গাইল ক্লাবের সাধারণ সম্পাদক হারুন-অর-রশিদ। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোশাররফ হোসেন খান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শহীদ উল্লাহ, এনডিসি রোকনুজ্জামান, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদ প্রমুখ।
এ সময় জেলা প্রশাসক শহীদুল ইসলাম বলেন, যারা দিন আনে দিন খায়, যারা অনাহারে রয়েছে, সরকার তাদের জন্য নির্দেশনা দিয়েছে, এ ব্যাপারে বরাদ্দও দিয়েছে। আমরা ইতিমধ্যে চাল, ডাল, পেঁয়াজসহ নিত্য প্রয়োজনীয় জিনিস তাদেরকে দিচ্ছি। এর পাশাপাশি জেলা প্রশাসন থেকে সরকারি আইন অনুযায়ী দূর্যোগ মোকাবেলায় আমরা একটি তহবিল গঠন করেছি। জেলা প্রশাসনে আমাদের যে কর্মকর্তা-কর্মচারী রয়েছে, তাদের একদিনের বেতন সংগ্রহ করে এ তহবিলে জমা দিয়েছি। সরকারি যে অফিসগুলো রয়েছে সবাইকে আমরা চিঠি দিয়েছি, তারা যেন একইভাবে তাদের সামর্থ্য অনুযায়ী ত্রাণ তহবিলে অর্থ জমা দেয়। তাছাড়া টাঙ্গাইলে বিত্তশীল ও মানবদরদী যারা রয়েছেন, তাদেরকে আমরা আহ্বান জানাব, তারা যেন এই তহবিলে সামর্থ্য অনুযায়ী সহায়তা করে। নিম্নআয়ের যে মানুষগুলো কর্মহীন হয়ে গৃহে রয়েছে আমরা যেন তাদের আহার্য দিয়ে সহায়তা করতে পারি।

Leave A Reply

Your email address will not be published.

ব্রেকিং নিউজঃ