টাঙ্গাইল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে বিদায় ও বরণ অনুষ্ঠান
স্টাফ রিপোর্টার ॥
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর টাঙ্গাইলের উপ-পরিচালক আব্দুর রাজ্জাকের বিদায় ও নবাগত উপ-পরিচালক আহ্সানুল বাসারের বরণ অনুষ্ঠান বুধবার (১৫ জুলাই) দুপুরে খামারবাড়ি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলার সকল পর্যায়ের কর্মকর্তা/ কর্মচারীরা এই অনুষ্ঠানের আয়োজন করে।
উপ-পরিচালক আহ্সানুল বাসারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন বিদায়ী অতিথি জেলা প্রশিক্ষণ অফিসার আজহারুল ইসলাম সিদ্দিকী (বর্তমানে পরিচালক, এনএটিপি), ঘাটাইল উপজেলা কৃষি অফিসার ড. উম্মে হাবিবা (বর্তমানে অতিরিক্ত উপ-পরিচালক, ময়মনসিংহ), মুহাম্মদ আরিফুর রহমান (বর্তমানে অতিরিক্ত উপ-পরিচালক, সিরাজগঞ্জ)। আরো বক্তৃতা করেন অতিরিক্ত উপ-পরিচালক (উদ্যান) ইসমাইল হোসেন, উপজেলা কৃষি অফিসারদের পক্ষে মধুপুরের মাহমুদুল হাসান, নাগরপুরের আবদুল মতিন বিশ্বাস, ভুঞাপুরের জিয়াউর রহমান, বাসাইলের নাজনীন আক্তার, ধনবাড়ির কৃষি সম্প্রসারণ অফিসার মাসুদুর রহমান, হর্টিকালচার সেন্টার, এয়ারস্ট্রীপ নার্সারীর তত্বাবধায়ক ও ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (ডিকেআইবি) জেলা শাখার সভাপতি রুহুল আমীন প্রমুখ।
বক্তৃতা করেন বরণীয় জেলা কৃষি প্রকৌশলী জুলফিকার আলী। শুভেচ্ছা বক্তব্য রাখেন বিদায়ী উপ-পরিচালকের সহধর্মিনী জেলা মহিলা বিষয়ক অফিসার নাজনীন সুলতানা। স্বাগত বক্তৃতা করেন অতিরিক্ত উপ-পরিচালক (শস্য সংরক্ষণ) বিএম রাশেদুল আলম। আরো যাদের বিদায় দেয়া হয় তারা হলো- মধুপুরের অতিরিক্ত কুষি অফিসার আদনান বাবু, ধনবাড়ির কৃষি সম্প্রসারণ অফিসার জান্নাতুল ফেরদৌসি ও বাসাইলের কৃষি সম্প্রসারণ অফিসার রুপালী খাতুন। অনুষ্ঠান পরিচালনা করেন মির্জাপুরের উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ মশিউর রহমান।