টাঙ্গাইল ও সখীপুরে পৃৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ ॥ আহত ৮ জন
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের সদরের ঘারিন্দা ও সখীপুর উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছে। আর এ ঘটনায় ৮ জন আহত হয়েছে। সোমবার (২৬ জুন) দুপুরে ও রবিবার (২৫ জুন) রাতে পৃথক এ দুর্ঘটনা ঘটেছে। আহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা যায়, টাঙ্গাইলের সখীপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় নাঈম আহমেদ (২৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এ সময় চালক আহত হয়। সোমবার (২৬ জুন) দুপুর ১ টার দিকে উপজেলার বোয়ালী পেট্রোল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত নাঈম বোয়ালী কলেজ পাড়ার রফিকুল ইসলামের ছেলে। এ সময় মোটরসাইকেল চালকও আহত হয়।
স্থানীয় ইউপি সদস্য শফিকুল ইসলাম জানায়, দুপুর ১ টার দিকে বন্ধুর সঙ্গে বোয়ালী পেট্রোল পাম্পে তেল আনতে গেলে টাঙ্গাইলগামী একটি সিএনজি পেছন দিক থেকে ধাক্কা দিলে মোটরসাইকেল আরোহী নাঈম আহমেদ রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে প্রথমে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং তার অবস্থার অবনতি হলে ঢাকায় স্থানান্তর করা হয়। ঢাকা নেওয়ার পথে বিকেলে তার মৃত্যু হয়। তার মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এদিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সদর উপজেলার ঘারিন্দা এলাকায় বাস উল্টে মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলে থাকা স্বামী নিহত হয়। আর এতে স্ত্রী গুরুত্বর আহত হয়েছেন। এ দুর্ঘটনায় বাসের আরও ৬ যাত্রী আহত হয়েছেন। রোববার (২৫ জুন) রাত পৌনে ১২টার দিকে একতা পরিবহন যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। নিহত টাঙ্গাইল পৌরসভার ফজলুলের ছেলে নজরুল ইসলাম আরিফ (৪৩)। আহত স্ত্রীর নাম মুন্নি (৪০)। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা প্রেরণ করা হয়েছে।
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই সাবিক হাসান ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে নওগাঁর উদ্দেশ্যে একতা পরিবহনের একটি যাত্রীবাহী বাস যাচ্ছিল। এদিকে টাঙ্গাইল সদর উপজেলার সুরুজ এলাকা থেকে শহরের কোদালিয়া এলাকার নিজ বাড়িতে ফিরছিলেন মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী। এ সময় ঘারিন্দা আন্ডারপাস এলাকায় বাস ও মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে বাসটি উল্টে যায়। পরে আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেলার হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় বাসের ভেতর থাকা আরও ৬ যাত্রী হাসপাতালে ভর্তি রয়েছেন। আইনী প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।