হাসান সিকদারঃ
টাঙ্গাইল প্রেসক্লাব ও ভূঞাপুর প্রেসক্লাবের মধ্যে টি-২০ প্রীতি ক্রিকেট ম্যাচ আগামী (৮ ফেব্রুয়ারি) সকাল ১০টায় ভূঞাপুর ইব্রাহীম খাঁ সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত হবে। টি-২০ প্রীতি ক্রিকেট ম্যাচকে কেন্দ্র করে উভয় দল প্রশিক্ষনে ব্যস্ত সময় কাটাচ্ছেন। দুইদলেই জয়ের লক্ষে মাঠে নামবেন এবং ভাল খেলা উপহার দিবেন বলে জানিয়েছেন।
জানা যায়, আগামী (৮ ফেব্রæয়ারি) সকালে অনুষ্ঠিত টি-২০ প্রীতি ক্রিকেট ম্যাচে ভূঞাপুর প্রেসক্লাবের সভাপতি শাহআলম প্রমানিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্থানীয় সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির, উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভার মেয়র মাসুদুল হক মাসুদ। বিশেষ অতিথি থাকবেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট আব্দুল হালিম, উপজেলা আওয়ামী লীগের সাধারাণ সম্পাদক আব্দুল হামিদ ভোলা, টাঙ্গাইল জেলা বাস, কোচ ও মিনিবাস মালিক সমিতির মহাসচিব গোলাম কিবরিয়া বড় মনি, ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ রাশিদুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবু, মহিলা ভাইস চেয়ারম্যান আলিফ নূর মিনি প্রমুখ।
এদিকে টি-২০ প্রীতি ক্রিকেট ম্যাচ উপলক্ষে এরই মধ্যে টাঙ্গাইল প্রেসক্লাব ও ভূঞাপুর প্রেসক্লাবের দল ঘোষনা করছে সংশ্লিষ্ট প্রেসক্লাব কর্তৃপক্ষ। টাঙ্গাইল প্রেসক্লাব ১৫ সদস্যের দল হলো- দলের ম্যানেজার কাজী জাকেরুল মওলা, খন্দকার মাসুদুল আলম, নাছির উদ্দিন, ইফতেখারুল অনুপম (অধিনায়ক), গোলাম কিবরিয়া বড়মনি, মোজাম্মেল হক, আরিফুল রহমার টগর, অরণ্য ইমতিয়াজ, মালেক আদনান, শামীম আল মামুন, সুমন কুমার রায়, আবু সাঈদ, এম কবির, মাসুদ রানা, তোফায়েল আহমেদ রনি ও আব্দুর রশিদ।
ভূঞাপুর প্রেসক্লাবের ১৫ সদস্যের খেলোয়াড়রা হলো- তানভীর হাসান ছোট মনির এমপি (অধিনায়ক), কামাল হোসেন (সহ-অধিনায়ক), অভিজিৎ ঘোষ, আব্দুল লতিফ তালুকদার, আরিফুজ্জামান মানিক, খায়রুল খন্দকার, ফুয়াদ হাসান রঞ্জু, মাহামুদুল হাসান, নাসির উদ্দিন, মিজানুর রহমান, মুহাইমিনুল ইসলাম হৃদয়, সিরাজুল ইসলাম কিসলু, সৈয়দ সারোয়ার সাদী, ইব্রাহীম ভূঁইয়া, কোরবান আলী তালুকদার।
দুই দলের খেলোয়ারদের নাম ঘোষনার পর থেকেই দুই দলের খেলোয়াড়রা তাদের নিজ নিজ মাঠে প্রশিক্ষণ চালিয়ে যাচ্ছেন।
Prev Post