স্টাফ রিপোর্টার/ ভূঞাপুর, স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইল ও ভূঞাপুরে মাদক বিরোধী বিশেষ অভিযানে ২৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (১২ জুন) রাত থেকে বুধবার (১৩ জুন) সকাল পর্যন্ত জেলা ও উপজেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। এর মধ্যে ১২ জন মাদক ব্যবসায়ী এবং ৮ জন বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত আসামী রয়েছে। এ সময় মাদক ব্যবসায়ীদের কাছ থেকে ইয়ারা, হেরোইন ও গাঁজা উদ্ধার করা হয়। পরে বুধবার (১৩ জুন) দুপুরের দিকে তাদেরকে টাঙ্গাইল আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
এদিকে টাঙ্গাইলের ভূঞাপুরে মাদকের মামলাসহ ওয়ারেন্টভুক্ত ৫জন আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (১২ জুন) রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এছাড়া এক মাদক ব্যবসায়ীকে আটক করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাকে ১০ মাসের জেল প্রদান করা হয়েছে।
ওয়ারেন্টভূক্ত পলাতক আসামীরা হলো- ফলদা ইউপি সদস্য ও মাইজবাড়ী গ্রামের আতাব আলীর ছেলে এসএম রাসেল কাদের, পৌর এলাকার ঘাটান্দি গ্রামের আনন্দ বেপারীর ছেলে রফিক, একই গ্রামের আব্দুল হাকিমের ছেলে মমিনুর হক মমিন (৩০), পশ্চিম ভূঞাপুরের সাইদুল ইসলাম তরফদার দুলাল মাষ্টারের ছেলে আমিনুল ইসলাম সুমন, একই উপজেলার গোবিন্দাসী পূর্ব পাড়ার জামাল আকন্দের ছেলে শহীদ আকন্দ শহীদুল। এছাড়া মাদক ব্যবসায়ী আব্দুস ছাত্তার খানকে ১০ মাসের কারাদন্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ।
ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ আব্দুছ ছালাম মিয়া টিনিউজকে জানান, পুলিশের একটি দল অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন এলাকা থেকে ওয়ারেন্টভুক্ত ৫জন আসামীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত সবাই মাদক মামলার আসামী। এছাড়া ঘাটান্দি গ্রামের মৌলভী আব্দুল জলিলের ছেলে আব্দুস ছাত্তার খান শাহিনুরকে আটক করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১০ মাসের কারাদন্ড প্রদান করা হয়েছে। বুধবার (১৩ জুন) তাদের টাঙ্গাইল আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় টিনিউজকে বলেন, সমগ্র টাঙ্গাইল জেলায় পুলিশের বিশেষ মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।