টাঙ্গাইল অ্যাডভোকেট বার সমিতির ভোট গ্রহণ সম্পন্ন
আদালত সংবাদদাতা ॥
ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির নির্বাচন। বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলে আইনজীবীদের ভোট গ্রহণ। ভোট গ্রহণ শেষে রাতে গননার পর ফলাফল ঘোষনা করা হবে।
নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ থেকে আব্বাছ-উজ্জল পরিষদ ও বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল থেকে মাঈদুল-বিপন পরিষদ প্রতিদ্বন্দ্বিতা করছেন। সভাপতি-সাধারণ সম্পাদকসহ ১৪টি পদের বিপরীতে ২৮জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নির্বাচনে জেলা অ্যাডভোকেট বার সমিতির ৭৬১ জন আইনজীবী ভোটার রয়েছে। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন বার সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক।
Comments are closed.