স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইল সদর উপজেলার রশিদপুর গ্রামে অভিযান চালিয়ে ৮ কেজি গাঁজাসহ নুর আলম (৩০) নামে এক কারবারীকে আটক করেছে র্যাব। তিনি ওই গ্রামের আব্দুল বারেক শেখের ছেলে। র্যাব-১২ প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে।
র্যাব-১২ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২২ জুন) ভোরে সিপিসি-৩ টাঙ্গাইলের কোম্পানী কমান্ডার মেজর মোহাম্মদ আনিসুজ্জামান ও স্কোয়াড কমান্ডার এএসপি এরশাদুর রহমানের নেতৃত্বে একদল র্যাব রশিদপুর গ্রামে অভিযান চালায়। অভিযানে ৮ কেজি গাঁজাসহ নুর আলমকে আটক করা হয়। আটককৃত নুর আলম গাঁজা সংগ্রহ করে বিক্রি করার কথা স্বীকার করেছে। এ বিষয়ে টাঙ্গাইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।