স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের সদরে ৪৬ কেজি গাঁজাসহ ২ জনকে আটক র্যাব। শনিবার (১ জানুয়ারি) দুপুরে রাবনা বাইপাস সিএনজি রিফুয়েলিং স্টেশন লিঃ এর সামনে থেকে তাদের আটক করা হয়।
এ সময় ৬ লাখ ৪৪ হাজার টাকা মূল্যের ৪৬ কেজি গাঁজা, একটি ট্রাক, গাড়ির কাগজ পত্র, নগদ ৭ হাজার টাকা, ৫টি মোবাইল এবং ৯টি সিম কার্ডসহ তাদের হাতেনাতে আটক করে। আটককৃতরা হলো- বগুড়া জেলার আদমদিঘি উপজেলার ডোহারপুর গ্রামের মাহাতাব আলীর ছেলে রফিকুল ইসলাম (২৪), একই গ্রামের মৃত আয়ুব আলী মন্ডলের ছেলে শাহীন মন্ডল (১৯)।
র্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইলের কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল মামুন প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে জানান, আসামীরা দীর্ঘ দিন ধরে ট্রাকে বহণ করে মাদকদ্রব্য গাঁজা অবৈধভাবে সীমান্তবর্তী বিভিন্ন জেলা হতে সংগ্রহ করে টাঙ্গাইলের বিভিন্ন এলাকায় বিভিন্ন মাদক ব্যবসায়ীদের নিকট তাদের চাহিদা অনুযায়ী মাদকদ্রব্য গাঁজা বিক্রয় করে আসছিলো। তাদের বিরুদ্ধে টাঙ্গাইল সদর থানায় মাদক মামলা দায়ের করা হয়েছে।