টাঙ্গাইলে ১০দফা দাবী বাস্তবায়নে বিএনপির অবস্থান কর্মসূচী

0 75

স্টাফ রিপোর্টার ॥
বিদ্যুৎ, গ্যাস’সহ দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতি, বর্তমান সরকারের সর্বগ্রাসী দূর্নীতির প্রতিবাদে ও পূর্ব ঘোষিত ১০দফা দাবী বাস্তবায়নের লক্ষে অবস্থান কর্মসূচী পালন করেছে জেলা বিএনপি। শনিবার (১ এপ্রিল) বিকেলে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে শহরের রেজিস্ট্রিপাড়া সিলমী কমিউনিটি সেন্টারের সামনে এ কর্মসূচী আয়োজন করা হয়।




এ সময় টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবাল এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব হাবীব উন নবী খান সোহেল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী।




অবস্থান কর্মসুচী চলাকালে আরো বক্তব্য রাখেন, সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী, শহর বিএনপির সাধারণ সম্পাদক এজাজুল হক সবুজ, জেলা যুবদলের সদস্য সচিব তৌহিদুল ইসলাম বাবু, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক এডভোকেট রক্সি মেহেদী, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি তারিকুল ইসলাম ঝলক প্রমুখ।




আরোও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাহমুদুল হক সানু, জেলা বিএনপির অন্যতম সদস্য জিয়াউল হক শাহীন, আবুল কাশেম, আতাউর রহমান জিন্নাহ, আশরাফ পাহেলী, জেলা যুবদলের আহবায়ক খন্দকার রাশেদুল আলম রাশেদ, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক একেএম মনিরুল হক মনির, জেলা তাঁতীদলের সভাপতি শাহ আলম, জেলা মহিলা দলের সভানেত্রী নিলুফার ইয়াসমিন খান, জেলা ছাত্রদলের আহবায়ক দুর্জয় হোড় শুভ’সহ বিএনপির অন্যান্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।




কর্মসূচীতে প্রধান অতিথির বক্তব্যে হাবীব উন নবী খান সোহেল বলেন, আমরা গর্বের সাথে বলি পাকিস্তানীদের হাত থেকে আমরা স্বাধীন হয়েছি, কিন্তু দুঃখের সাথে বলতে হয় পাকিস্তানী বিচারপতিরা তাদের কলমের খোচায় একটি নির্বাচিত সরকারকে উৎখাত করার ক্ষমতা রাখে। আর আমাদের দেশের বিচারপতিরা আইন বইয়ের দিকে না তাকিয়ে শুধু লাল টেলিফোনের দিকে তাকিয়ে তাকে কখন ফোন আসে। সরকারের পতনের লক্ষে আমরা দীর্ঘদিন যাবত আন্দোলন সংগ্রামে মাঠে আছি। এই সরকারের পতন না ঘটিয়ে আমরা ঘরে ফিরে যাবনা। আমাদের আন্দোলন সংগ্রাম জনগণের মুক্তির জন্য দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য। আজকে বিদ্যুৎ, গ্যাস, চাল, ডাল, তেলসহ সকল নিত্য প্রয়েজনীয় দ্রব্যর মূল্যবৃদ্ধিতে জনগণ হতাশ হয়ে পরেছেন। আর এই সরকার আগামীর নির্বাচনে কিভাবে ভোটকে লুট করে জনগনের অধিকার বঞ্চিত করা যায়। সেই ষড়যন্ত্রে লিপ্ত আছে।

 

Leave A Reply

Your email address will not be published.

ব্রেকিং নিউজঃ