টাঙ্গাইলে হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের মানববন্ধন
স্টাফ রিপোর্টারঃ
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ ফরিদপুরের নেতা অলক সেনের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে মানব বন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) সকালে শহরের নিরালা মোড়ে ঘন্টাব্যাপী মানব বন্ধনে হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ সদস্যরা অংশ নেন। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিন করে কেন্দ্রীয় কালিবাড়ীতে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা অলক সেনের উপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবী জানান।