টাঙ্গাইলে স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের হতদরিদ্রদের ইফতার সামগ্রী বিতরণ

0 156

বিভাস কৃষ্ণ চৌধুরী ॥
মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য এই স্লোগানের মধ্যদিয়ে মাহে রমজানকে সামনে রেখে হতদরিদ্রদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে টাঙ্গাইল স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন। মহামারী করোনার ধাক্কা যেতে না যেতেই শুরু হয়েছে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যর অগ্নিমূল্য, যা সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাহিরে। এ বিষয়টিকে মাথায় রেখে বরাবরের মত এবারও এ কর্মসূচী হাতে নিয়েছে ফাউন্ডেশনটি। এটি একটি অরাজনৈতিক প্রতিষ্ঠান। কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়–য়া ছাত্রছাত্রীরা মিলে তাদের হাত খরচের টাকা জমিয়ে একাজ গুলো করে থাকেন।




মঙ্গলবার (২১ মার্চ) সকালে শহরের ভিক্টোরিয়া রোডস্থ নিজস্ব কার্যালয়ে প্রায় ১শ’ পরিবারের মাঝে এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়। ইফতার সামগ্রীর মধ্যে ছিলো ছোলা বুট, চিনি, ডাল, মুড়ি ও খেজুর। এ সময় ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক তানভীর হাসান খান রুবেলের নেতৃত্বে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের সিনিয়র সহ-সভাপতি জাহিদুল ইসলাম পাপেল, সাধারণ সম্পাদক মোহিত, কোষাধ্যক্ষ শারমিন, দপ্তর সম্পাদক আলামিন সিয়াম, সহ-রক্ত বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম, সহ-প্রচার সম্পাদক আসাদ হোসেন, সদস্য মাহাদিয়া ইসলাম মীম, আলিফ হোসেন, রাইসা মাহমুদ ও বিথী আক্তার প্রমুখ।

Leave A Reply

Your email address will not be published.

ব্রেকিং নিউজঃ