টাঙ্গাইলে সরকারি শিশু পরিবারে যুবলীগ নেতা মামুনুর রশিদের ইফতার বিতরণ
স্টাফ রিপোর্টার ॥
পবিত্র মাহে রমজান উপলক্ষে টাঙ্গাইল সরকারি শিশু পরিবারে (বালিকা) শিশু ও কিশোরীদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। শনিবার (১ এপ্রিল) বিকেলে বাংলাদেশ আওয়ামী যুবলীগের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য এডভোকেট মামুনুর রশিদ তিন শতাধিক শিশুর মাঝে ইফতার বিতরণ করেন।
তিনি এতিম শিশুদের সাথে নিজ অর্থায়নে এই উদ্যোগ গ্রহণ করেছেন। পবিত্র মাহে রমজানে যেন এতিম শিশুগুলো একটু ভাল মানের ইফতার করতে পারেন এজন্য তার ব্যতিক্রম এ আয়োজন।
এ সময় শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সভাপতি জাফর আলী খান, সাধারণ সম্পাদক সাজিদ খান, টাঙ্গাইল উপজেলা যুবলীগের সভাপতি আবু সায়েম তালুকদার বিপ্লব, সাবেক জাতীয় শুটার ও যুবলীগ নেতা আসলাম খান জনি, শহর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান খান রুবেল, জেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক মোস্তাফিজুর রহমান সোহেল, জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক, যুবলীগ নেতা মুসা মাসুদ, যুবলীগ নেতা বাসুদেব ঘোষসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।