টাঙ্গাইলে শেখ কামাল আন্তঃ উপজেলা স্কুল ও মাদ্রাসা এ্যাথলেটিকস প্রতিযোগিতা অনুষ্ঠিত

104

মোজাম্মেল হক ॥
টাঙ্গাইলে শেখ কামাল আন্তঃ উপজেলা স্কুল ও মাদ্রাসা এ্যাথলেটিকস প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৫ ফেব্রুয়ারী) সকালে টাঙ্গাইল স্টেডিয়ামে জেলা প্রশাসন আয়োজিত জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় দিনব্যাপী এ্যাথলেটিকস প্রতিযোগিতায় ৩২ ইভেন্টে প্রায় ২৫০ স্কুল পড়–য়া বালক বালিকা প্রতিযোগী অংশগ্রহণ করেছে।




সকালে জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দার প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে খেলার উদ্বোধন ঘোষণা করেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি হারুন অর-রশীদ। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ওলিউজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিানটি পরিচালনা করেন জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক মাতিনুজ্জামান খান সুখন। ৩২টি ইভেন্টে প্রতিযোগী বালক-বালিকাদের খেলাগুলো হলো- ১০০, ২০০, ৪০০, ৮০০ ও ১৫০০ মিটার দৌড়, দীর্ঘ লম্ফ, উচ্চ লম্ফ, গোলক নিক্ষেপ, চাতকী নিক্ষেপ, বর্শা নিক্ষেপ।




১০০ মিটার বালক দৌড় প্রতিযোগিতায় ১ম হয়েছে রিফাত খান, ২য় জিসানুর রহমান ও ৩য় রাসেল মিয়া এবং বালিকা বিভাগে ১ম জান্নাতুল শারমিন, ২য় শিমু আক্তার ও ৩য় বন্যা আক্তার। ২০০ মিটার (৯ম-দশম) বালক দৌড়ে ১ম মাসুদ মিয়া, ২য় মোস্তফা রিয়াজ ও ৩য় মিথুন এবং বালিকা বিভাগে ১ম শাপলা, ২য় শারমিন ও ৩য় দিনা খাতুন। ২০০ মিটার দৌড় বালক বিভাগে ১ম রাসেল মিয়া, ২য় আশরাফুল ও ৩য় ফেরদৌস হাসান ও বালিকা বিভাগে ১ম বন্যা আক্তার ২য় মীম ও ৩য় মারিয়া।




২০০ মিটার দৌড় (৬ষ্ঠ-৮ম ) প্রতিযোগীতায় বালক বিভাগে ১ম মোস্তাফা রিয়াজ, ২য় মাসুদ ও ৩য় রাজু ইসলাম এবং বালিকা বিভাগে ১ম শাপলা ২য় সেতু এবং ৩য় মালা। ৮০০ মিটার দৌড় বালক বিভাগে ১ম আশরাফুল ২য় রিফাত খান ও ৩য় সিফাত খান এবং বালিকা বিভাগে ১ম বৃষ্টি আক্তার,২য় বন্যা আক্তার ও ৩য় জোসনা খাতুন। ৪০০ মিটার দৌড় বালক বিভাগে ৪০০ মিটার দৌড় বালক বিভাগে ১ম রিফাত খান ২য় আরিফ হোসেন ও ৩য় নাঈম এবং বালিকা বিভাগে ১ম বিভাগে হাসিনুর ২য় লিজা ও ৩য় সুলতানা।




চাতকী নিক্ষেপ বালক বিভাগে ১ম সুমন আহমেদ, ২য় সুমন মিয়া এবং ৩য় জিহাদ এবং বালিকা বিভাগে ১ম আয়েশা সিদ্দিকী, ২য় মাধুরী সাহা ও ৩য় সামিয়া আক্তার। গোলক নিক্ষেপ বালক বিভাগে ১ম সোহাগ মিয়া, ২য় আসাদুজ্জামান তন্ময় ও ৩য় রাকিবুল হাসান এবং বালিকা বিভাগে ১ম লাভলী আক্তার, ২য় সামিয়া এবং ৩য় সায়মা আক্তার।




দীর্ঘ লম্ফ বালক (৯ম-দশম) ১ম মিথুন, ২য় আসিফ ও ৩য় মোস্তফা রিয়াজ এবং বালিকা বিভাগে ১ম বৃষ্টি আক্তার ২য় আজমীর আক্তার ও ৩য় মীম । দীর্ঘ লম্ফ বালিকা (৬ষ্ঠ-৮ম) ১ম শারমিন, ২য় বন্যা খাতুন ও ৩য় শাফিয়া মনসুর খান। দীর্ঘ লম্ফ বালক (৯ম-১০ম) ১ম লিটন, ২য় নুরনবী ও ৩য় নাঈম আহমেদ। বর্শা নিক্ষেপ বালক (৯ম-দশম) ১ম সোহাগ মিয়া, ২য় সুমন মিয়া এবং বালিকা বিভাগে ১ম রেশমা, ২য় শান্তা ইসলাম ও অন্তরা রাজ বংশী।




উচ্চ লম্ফ বালক বিভাগে ১ম আশিকুর রহমান, ২য় তারেক ও ৩য় রবিন মিয়া এবং উচ্চ লম্ফ বালিকা (৯ম-১০ম) ১ম বৃষ্টি আক্তার, আজমীন আক্তার ও ৩য় মীম। ১৫০০ মিটার দৌড় বালিকা (৯ম-১০ম) ১ম নিমু আক্তার, ২য় সীমু ও ৩য় মরিয়ম। ট্রি জাম্প প্রতিযোগিতায় ১ম হুমায়ন কবীর, ২য় রাসেল মিয়া এবং ৩য় রাজু আহমেদ। যোগাযোগ দৌড় প্রতিযোগিতায় বালক বিভাগে আজাদ হোসেন ও তার দল এবং বালিকা বিভাগে আখিঁ ও তার দল জয়লাভ করেছে।

খেলা শেষে জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মির্জা মঈনুল হোসেন লিন্টু ও জেলা ক্রীড়া সংস্থা অন্যান্য কর্মকর্তাদের উপস্থিতিতে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন।

 

Comments are closed.

ব্রেকিং নিউজঃ