স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলে র্যাবের পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে ১ জনকে গ্রেফতার করেছে র্যাব। সোমবার (২২ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ৩টার দিকে তাকে গ্রেফতার করা হয়েছে।
র্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইলের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার এরশাদুর রহমান প্রেসবিজ্ঞপিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল টাঙ্গাইল শহরের নিরালা মোড়ে অভিযান চালায়। এ সময় র্যাবের পরিচয়ে চাঁদাবাজির দায়ে শহরের কলেজ পাড়া এলাকার বাসিন্দা চাঁন মিয়ার ছেলে মিঠুন মিয়াকে (৩০) গ্রেফতার করে। গ্রেফতারকৃত মিঠুন মিয়াকে জিজ্ঞাসাবাদ করলে সে জানায়, তার অপর সহযোগী আসামী থানাপাড়া এলাকার মফিজ মিয়ার ছেলে তৌহিদুল আলম রাতুল (৩০) যৌথভাবে র্যাব ও পুলিশের পরিচয় দিয়ে ইতোপূর্বে অনেক লোকের নিকট হতে অনেক টাকা আত্মসাৎ করেছে। ঘটনাস্থলে তৌহিদুল আলম রাতুলও ছিল। কিন্তু সে র্যাবের উপস্থিতি টের পেয়ে কৌশলে দৌড়ে পালিয়ে যায়। তাকে গ্রেফতারে অভিযান চলছে। আসামীদের বিরুদ্ধে টাঙ্গাইল সদর থানায় একটি মামলা করা হয়েছে।