টাঙ্গাইলে রোগীদের মাঝে অনুদানের চেক বিতরণ

0 201

স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইল সদর উপজেলায় ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোক প্যারালাইজড, জন্মগত হৃদরোগ এবং থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগীদের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ মে) বেলা ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা সমাজসেবা কার্যালয়ের বাস্তবায়নে এ চেক বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য ছানোয়ার হোসেন।





উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান বিন মোহাম্মদ আলী’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনছারী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ইব্রাহীম প্রমুখ। এসময় সদর উপজেলার ১৬ জন অসহায় দুস্থ রোগীদের প্রত্যেকের মাঝে ৫০ হাজার টাকা করে সর্বমোট ৮ লাখ টাকার চেক প্রদান করা হয়।



Leave A Reply

Your email address will not be published.

ব্রেকিং নিউজঃ