টাঙ্গাইলে যুবলীগের মাসব্যাপী বৃক্ষরোপন কর্মসূচি শুরু

106

স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলে যুবলীগের মাসব্যাপী বৃক্ষরোপন কর্মসূচি শুরু হয়েছে। এ উপলক্ষে সোমবার (১৭ জুলাই) দুপুরে শহীদ মিনারে সদর উপজেলার ১২ টি ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকের মধ্যে বিভিন্ন জাতের গাছের চারা বিতরণের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ করেন এবং শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা রোপন করা হয়।




মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও বিপ্লবী সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের আহ্বানে মাসব্যাপী বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচি উদ্বোধন করেছেন।
এসময় জেলা যুবলীগের সভাপতি মাসুদ পারভেজ, সাধারণ সম্পাদক আবু সাইম তালুকদার বিপ্লব, যুগ্ম সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ সিকদার মানিক, যুবলীগ নেতা মনিরুজ্জামান লিটন, শহিদুল ইসলাম রাজ, শাহিন, হিমেল, মিলন মাহমুদ, ফরহাদ প্রমুখ উপস্থিত ছিলেন।




জেলা যুবলীগের সভাপতি মাসুদ পারভেজ ও সাধারণ সম্পাদক আবু সাইম তালুকদার বিপ্লব
বলেন, শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ আওয়ামী যুবলীগ বৃক্ষরোপনের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষায় জনগণকে সচেতন করতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। মাসব্যাপী এক লাখ গাছের বিতরণ করা হবে।