টাঙ্গাইলে যন্ত্র সংগীত উৎসব অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার:
“শিল্প-সংস্কৃতি ঋদ্ধ সৃজনশীল বাংলাদেশ” প্রতিপাদ্যে টাঙ্গাইলে জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমীর আয়োজনে যন্ত্র সংগীত উৎসব অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ নভেম্বর) সন্ধায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এ উৎসব অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আমিনুল ইসলামের সভাপতিত্বে উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, পৌর মেয়র এস.এম. সিরাজুল হক আলমগীর, জেলা কালচালাল অফিসার মো: এরশাদ হাসানসহ জেলার সাংস্কৃতিক প্রিয় জনগন উপস্থিত ছিলেন। উৎসবে দেশীয় সংগীত যন্ত্রের প্রদর্শন করা হয়। পরে জেলা শিল্পকলার শিল্পীরা দেশীয় সংগীত যন্ত্রের মাধ্যমে গান ও নৃত্য পরিবেশন করেন।
Comments are closed.