টাঙ্গাইলে মামলা করায় মুক্তিযোদ্ধাকে খুন করার হুমকি

0 419

টাঙ্গাইলের আমলী আদালতে মামলা দায়ের করায় ক্ষুব্ধ হয়ে এক বীরমুক্তিযোদ্ধাকে খুন করার হুমকি দিয়েছে প্রতিপক্ষ। মঙ্গলবার বিকালে টাঙ্গাইলের জেলা প্রশাসকের সাথে দেখা করে ওই মুক্তিযোদ্ধা নিরাপত্তা চেয়েছেন। জানাগেছে, টাঙ্গাইলের কালিহাতী উপজেলার পাকুটিয়া গ্রামের বীরমুক্তিযোদ্ধা মো. আব্দুস সালাম মিয়ার শাশুরি পাশের ঘাটাইল উপজেলার মোগলপাড়া গ্রামের মির্জা আমেনা(৭৫) ও শ্যালিকা মির্জা মমতাজকে(৩৮) জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিবেশি মির্জা রাকিব(১৯), মির্জা রহিমা বেগম(৩৮), মির্জা হায়দার আলী(৪৫), মির্জা শাহাদত(২৮), মির্জা শিপন(২৯), মির্জা মোস্তফা(৩০) ও মির্জা নুরজাহান(৩২) গত ৮ সেপ্টেম্বর মারপিট করে। তাদেরকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ বিষয়ে বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালাম বাদি হয়ে টাঙ্গাইলের আমলী আদালতে মামলা(নং-২৬৩/১৫ইং) দায়ের করেন। আদালত মামলাটি তদন্ত করে প্রতিবেদন দেয়ার জন্য থানা পুলিকে নির্দেশ দিয়েছেন। ওই মামলা দায়ের করায় ক্ষুব্ধ হয়ে উল্লেখিত ব্যক্তিরা বীরমুক্তিযোদ্ধা মো. আব্দুস সালামকে মামলা তুলে নেয়ার জন্য নানাভাবে হুমকি দিচ্ছে। অন্যথায় তাকে মেরে লাশ গুম করবে বলেও শাসাচ্ছে। বাধ্য হয়ে ওই মুক্তিযোদ্ধা টাঙ্গাইলের জেলা প্রশাসকের কাছে নিরাপত্তা চেয়ে আবেদন করেছেন। জেলা প্রশাসক মো. মাহবুব হোসেন টাঙ্গাইলের পুলিশ সুপারকে বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করে ব্যবস্থা নেয়ার জন্য বলেছেন।

Leave A Reply

Your email address will not be published.

ব্রেকিং নিউজঃ