টাঙ্গাইলে মাদক কারবারীর ৫ বছরের কারাদন্ড

126

স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলে শামীম নামে এক মাদক কারবারীকে পাঁচ বছরের সশ্রম কারাদন্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরো এক মাসের কারাদন্ডের নির্দেশ দিয়েছে আদালত। বুধবার (১৯ জুলাই) দুপুরে যুগ্ম জেলা ও দায়রা জজ (তৃতীয়) আদালতের বিচারক আতিকুল ইসলাম এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামি শামীম আদালতে উপস্থিত ছিলেন। দন্ডপ্রাপ্ত শামীম শহরের কলেজপাড়া এলাকার আলাউদ্দিনের ছেলে।




এ বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্র পক্ষের আইনজীবী ও সহকারী সরকারি কৌশলী (এপিপি) শহিদুল ইসলাম তালুকদার। তিনি জানান, ২০১২ সালের ২৭ আগস্ট টাঙ্গাইল পুরাতন বাসস্ট্যান্ডের মায়ের দোয়া হোটেলের সামনে থেকে ১৫ গ্রাম হেরোইনসহ শামীমকে (৪৫) গ্রেফতার করেন টাঙ্গাইল মাদকদ্রব্য নিয়ন্ত্রক ও অধিদপ্তরের উপ-পরিদর্শক সাইফুল আলমসহ সঙ্গীয় ফোর্স। এ ব্যাপারে উপ-পরিদর্শক সাইফুল আলম বাদি হয়ে টাঙ্গাইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন। বুধবার সেই মামলায় আদালতের রায়ে শামীমকে ৫ বছরের সশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।