টাঙ্গাইলে মহান মে দিবস পালিত 

0 119

স্টাফ রিপোর্টার /

‘দুনিয়ার মজদুর এক হও, এক হও’ এই স্লোগানকে সামনে নিয়ে টাঙ্গাইলে মহান মে দিবস পালিত হয়েছে৷ সোমবার (১ মে) বেলা ১১ টার দিকে টাঙ্গাইল জেলা শ্রমিক ফেডারেশনের উদ্যােগে শহরের পৌর উদ্যােনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক।

জেলা শ্রমিক ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি বালা মিয়ার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন টাঙ্গাইল-২ ়আসনের সংসদ সদস্য ও জেলা শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক তানভীর হাসান ছোট মনির, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আশরাফউজ্জামান স্মৃতি, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ওলিউজ্জামান, সাবেক পৌর মেয়র জামিলুর রহমান মিরন প্রমুখ।

এসময় বিভিন্ন স্তরের শ্রমিক নেতৃবৃন্দ ও তাদের কর্মী সমর্থকেরা উপস্থিত ছিলেন।

 




এসময় বক্তারা বলেন, আজকে শ্রমিকরা সুসংগঠিত। আমরা শ্রমিকদের ন্যায্য আদায়ের লক্ষ্যে কাজ করছি৷ তবে একটি মহল আবারো টাঙ্গাইলের রাজনীতিতে অস্থিতিশীল করার চেষ্টা করছে। আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে সকল অবশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে৷

এর আগে শ্রমিকরা খন্ড খন্ড মিছিল নিয়ে পৌর উদ্যােনে মিলিত হয়।

 




Leave A Reply

Your email address will not be published.

ব্রেকিং নিউজঃ