টাঙ্গাইলে মমতা হেনা লাভলী এমপি’র উদ্যোগে কম্বল বিতরণ

44

স্টাফ রিপোর্টার ॥
প্রধানমন্ত্রী শেখ হাসিনার তহবিল থেকে টাঙ্গাইলে শীতার্ত অসহায়, দুঃস্থ ও দরিদ্রদের মাঝে এক হাজার কম্বল বিতরণ করেছে সংরক্ষিত আসনের সংসদ সদস্য খ. মমতা হেনা লাভলী । শনিবার (২৮ জানুয়ারি) বিকেলে শহরের থানাপাড়া এলাকায় তার বাসভবনে এসব কম্বল বিতরণ করেন তিনি।




এতে বক্তব্য রাখেন জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি নাসিমা বাছিদ, সহ-সভাপতি রুমা খান ও হোসনেয়ারা রোজি, সাধারণ সম্পাদক ফেরদৌসী আক্তার রুনু, জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক নাজমুছ সালেহীন প্রমুখ।
এ সময় জেলা, উপজেলা, শহর ও ইউনিয়ন পর্যায়ের মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Comments are closed.

ব্রেকিং নিউজঃ