টাঙ্গাইলে ভালবাসা দিবসে গোলাপ উপহার

83

স্টাফ রিপোর্টার ॥
আজ বিশ্ব ভালবাসা দিবস। এ উপলক্ষে টাঙ্গাইলে এক ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করে স্বেচ্ছাসেবী সংগঠন শিশুদের জন্য ফাউন্ডেশন। মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত শহর ঘুরে জনপ্রতিনিধি, পুলিশ, ডাক্তার, নার্স, সাংবাদিক ও শ্রমজীবী মানুষদের গোলাপ ফুল দিয়ে ভালবাসা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন শিশুদের জন্য ফাউন্ডেশনের সদস্যরা।




ফাউন্ডেশনের সদস্যরা পরিচ্ছন্নতাকর্মী, নৈশ প্রহরী, মুচি, হরিজন সম্প্রদায়ের মানুষদেরও ভালবাসা জানান। এমন ভালবাসা পেয়ে আবেগাপ্লুত পরিচ্চছন্নতাকর্মী রহিম বাদশা বলেন, গোলাপ ফুল পাইয়া খুব ভাল লাগছে। হেরা ভালবাসা জানাইলো আমাদের।




শিশুদের জন্য ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সীরাত মাহমুদ খান জানান, গত ৮ বছর ধরে ভালবাসা দিবসে এমন আয়োজন আমরা করি। যাদের শ্রমে আমরা সুন্দর জীবন যাপন করি তাদের প্রতি আমাদের এ নিবেদন। আমরা চাই ভালবাসা ছড়িয়ে পড়ুক সবার মাঝে।
শিশুদের জন্য ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মুঈদ হাসান তড়িৎ জানান, সারা বছর যাদের শ্রমে আমরা সুন্দর শহরে বসবাস করি তাদের কখনো শুভেচ্ছা জানানো হয় না। ভালবাসা দিবসে তাদের সবাইকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছি আমরা।

Comments are closed.

ব্রেকিং নিউজঃ