টাঙ্গাইলে বাস খাদে পড়ে নিহত ১ ॥ আহত ১৫ জন
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিসিক শিল্প নগরীর সামনে যাত্রীবাহী বাস খাদে পড়ে একজন নিহত হয়েছেন। নিহতের নাম ওসমান (৬০) তার বাড়ি সিরাজগঞ্জ জেলার কাজিপুর এলাকায় কুনকুনিয়া গ্রামে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ১৫ জন।
টাঙ্গাইল ট্রাফিক পুলিশের সার্জেন্ট আসাদ মিয়া জানান, শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকা থেকে সিরাজগঞ্জগামী একটি যাত্রীবাহি বাস নিয়ন্তণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে একজন নিহত হয় আহত হয়। আহতদের টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানজটের কারনে টাঙ্গাইল অংশে যানবাহন চলাচল এক ঘন্টা বন্ধ থাকে। পরে পুলিশ এসে যানজট স্বাভাবিক করে।