স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলে বাংলাদেশ শিল্পকলা একাডেমির ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। টাঙ্গাইল জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে রবিবার (১৯ ফেব্রুয়ারী) বিকেলে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে কেককাটা ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ওলিউজ্জামান, টাঙ্গাইল পৌরসভার মেয়র সিরাজুল হক আলমগীর, জেলা কালচারাল অফিসার এরশাদ হাসান, জেলা আওয়ামী লীগের সাবেক সাংস্কৃতিক সম্পাদক এলেন মল্লিকসহ জেলা শিল্পকলা একাডেমির প্রশিক্ষকগণ, প্রশিক্ষনার্থীরা ও অভিভাবকবৃন্দ।
অনুষ্ঠানে আলোচনা সভা, আনন্দ আড্ডা ও পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং চলচ্চিত্র প্রদর্শনী করা হয়।
Comments are closed.