টাঙ্গাইলে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও শিশু দিবস পালন
স্টাফ রিপোর্টার ॥
বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা টাঙ্গাইল শাখার আয়োজনে বঙ্গবন্ধুর ১০৩ তম জন্মবার্ষিকী ও ৩০তম জাতীয় শিশু দিবস পালন করা হয়েছে। শুক্রবার (১৭ মার্চ) করোনেশন ড্রামাটিক ক্লাবের অডিটোরিয়াম কক্ষে জন্মদিনের কেক কেটে উৎসবকে প্রাণবন্ত করেন বীর মুক্তিযোদ্ধা ও জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আলমগীর খান মেনু।
বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা টাঙ্গাইল শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ (বীর বিক্রম) এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রাবন্ধিক সৈয়দ সাইফুল্লাহ ও কবি সমরেশ দেবনাথ। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা টাঙ্গাইল শাখার সাধারণ সম্পাদক শাহ সুমন মেহেদী। অনুষ্ঠানে অতিথিরা বঙ্গবন্ধুর জীবনীর উপর আলোচনার পর প্রায় দুইশত দর্শকের উপস্থিতিতে কেক কাটা হয় এবং দোয়া করা হয়।