মোজাম্মেল হক ॥
আকুর টাকুর যুব সংঘকে ১৫ রানে পরাজিত করে নবাগত ইয়ুথ ক্লাব প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগের সেমিফাইনালে উঠেছে। শুক্রবার (৩ ফেব্রুয়ারী) জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে বঙ্গবন্ধু প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগের “খ” গ্রুপের গুরুত্বপূর্ন ম্যাচে প্রিমিয়ার লীগে নবাগত ইয়ুথ ক্লাব আরেক নবাগত আকুরটাকুর যুব সংঘের মুখোমুখি হয়।
খেলায় টস জয়ী ইয়ুথ ক্লাব প্রথমে ব্যাটিং করে ৩৪ ওভার ৫ বলে ১২৭ রানে অলআউট হয়। দলের পক্ষে জয়রাজ শেখ ইমন সর্বোচ্চ ৩০ রান করে। এছাড়া আবির ১৮ ও জহির ১৭ রান করে। বোলিংয়ে আকুরটাকুর যুব সংঘের রাফসান জানি ২২ রানে ৪টি এবং তাসিন ৩৯ রানে ৩টি উইকেট দখল করে।
জবাবে আকুরটাকুর যুব সংঘ নির্ধারিত ৩৫ (কার্টেল) ওভারে ৯ উইকেট হারিয়ে ১১২ রান করে করলে ১৫ রান পরাজিত হয়। বিজিত দলের সজিব ২৯ ও রাফসান জানি ২৭ রান করে। বিজয়ী দলের সাফি ১৮ রানে ৩টি ও টিটু ২৩ রান ২টি উইকেট দখল করে।
ইয়ুথ ক্লাব ৪টি ম্যাচ খেলে ৩টি ম্যাচে জয়লাভ ও ১টি খেলায় পরাজিত হয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠেছে এবং আকুরটাকুর যুব সংঘ ৩টি খেলায় অংশ নিয়ে ২টি ম্যাচে জয়লাভ এবং ১টি খেলায় পরাজিত হয়ে সেমিফাইনালে দৌড়ে পিছিয়ে পড়লো।
আগামী (৬ ফেব্রুয়ারি) আকুরটাকুর যুব সংঘ ও ইয়ং স্পোটিং ক্লাবের খেলায় বিজয়ী দল গ্রুপ রানার্সআপ হয়ে সেমিফাইনালে উঠবে। খেলায় আম্পায়ার ছিলেন- মির্জা খোকন ও স্বপন দত্ত, স্কোরার- আনিসুর রহমান আলো।
শনিবার (৪ ফেব্রুয়ারি) খেলায় অংশ নিবে- সিটি ক্লাব ও স্কয়ার ক্রিকেট ক্লাব।
Comments are closed.