টাঙ্গাইলে বঙ্গবন্ধু প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগে স্কয়ার ক্লাব জয়ী

133

মোজাম্মেল হক ॥
শ্বাসরুদ্ধকর উত্তেজনাপূর্ন ক্রিকেট ম্যাচে স্কয়ার ক্রিকেট ক্লাব ২ উইকেটে থানাপাড়া ক্রিকেট ক্লাবকে পরাজিত করেছে। শনিবার (২৮ জানুয়ারী) টাঙ্গাইল জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে বঙ্গবন্ধু প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগের “ক” গ্রুপের ম্যাচ অনুষ্ঠিত হয়।
খেলায় স্কয়ার ক্রিকেট ক্লাব টসে জয়লাভ করে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয়। নির্ধারিত ৪০ ওভারে (কার্টেল) ম্যাচে টসে হেরে থানাপাড়া ক্লাব প্রথমে ব্যাটিং করে ৭ উইকেট হারিয়ে ১৯৮ রান করে। দলের পক্ষে রনি সর্বোচ্চ ৬১ রান করে। বোলিংয়ে বিজয়ী স্কয়ার ক্রিকেট ক্লাবের সজিব ৩৪ রানে ৩টি উইকেট দখল করে।




জবাবে স্কয়ার ক্রিকেট ক্লাব ৩৭.৩ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৯৯ রান করে। দলের পক্ষে রাসেল সর্বোচ্চ ৮২ ও নীলয় ৫৪ রান করে। বোলিংয়ে থানাপাড়া ক্লাবের রবিন ২৭ রানে ২টি উইকেট দখল করে। স্কয়ার ক্রিকেট ক্লাব ৩ খেলায় ২টি ম্যাচে জয়লাভ করে ৪ পয়েন্ট এবং থানাপাড়া ক্লাব ৩টি খেলায় অংশগ্রহণ করে ১টি ম্যাচে জয়লাভ করেছে এবং ২টি ম্যাচে পরাজিত হয়েছে।
খেলায় আম্পায়ার ছিলেন আসিফ ও সাইফুল ইসলাম লিটন।
রবিবার (২৯ জানুয়ারি) খেলায় অংশগ্রহণ করে প্রগতিশীল স্বদেশী সংঘ ও কাপাপো ক্রীড়া চক্র।

Comments are closed.

ব্রেকিং নিউজঃ