টাঙ্গাইলে ফুটবল খেলতে গিয়ে ব্যবসায়ীর মৃত্যু
টাঙ্গাইলের পৌর শহরের পশ্চিম আকুর টাকুর পাড়া এলাকায় ফুটবল খেলতে গিয়ে জাকির হোসেন (৩০) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। আজ শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এই ঘটনা ঘটে। ওই ব্যবাসায়ী পৌর এলাকার পশ্চিম আকুর টাকুর পাড়ার মৃত সোহরাব হোসেনের ছেলে। তিনি শহরের ভিক্টোরিয়া রোডের জাকির ইলেক্ট্রনিক দোকানের স্বত্তাধিকারী ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, আজ শনিবার বিকেলে স্থানীয় মিতালী যুব সংঘের আয়োজনে একটি প্রীতি ম্যাচের খেলায় অংশ নেয় ওই ব্যবসায়ী। খেলা চলাকালীন এক পর্যায়ে তিনি হঠাৎ অসুস্থ্য হয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।