টাঙ্গাইল স্টেডিয়ামে প্রতিভা অন্বেষণে ক্রিকেট ট্যালেন্ট হান্ট শুরু হচ্ছে

0 284

মোজাম্মেল হক ॥
টাঙ্গাইল জেলার অর্ন্তগত ক্রিকেট খেলোয়াড়দের উন্নয়নে টাঙ্গাইল জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে শুরু হতে যাচ্ছে ক্রিকেট ট্যালেন্ট হান্ট। আগামী (২ জুন) থেকে (৬ জুন) পাঁচ দিনব্যাপী ক্রিকেট ট্যালেন্ট হান্ট কার্যক্রম চলবে। এই ক্রিকেট ট্যালেন্ট হান্টে ১০ থেকে ১৮ বছর ছেলে-মেয়ে উভয় বয়সীরা অংশগ্রহণ করতে পারবে। ট্যালেন্ট হান্ট কার্যক্রমে ফাস্ট বোলার, স্পিনার, উইকেট কিপার ও ব্যাটাররা সুযোগ পাবে।
টাঙ্গাইল স্টেডিয়ামে সকাল ৬টা থেকে ১২টা এবং বিকেল ৩টা থেকে ৬টা পর্যন্ত ক্রিকেট ট্যালেন্ট হান্ট পরিচালনা করবেন জেলা ক্রিকেট কোচ ও ক্রিকেট বোর্ডের গেম ডেভেলপমেন্ট আরাফাত রহমান।




এ ব্যাপারে জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মির্জা মঈনুল হোসেন লিন্টু জেলা ক্রীড়া সংস্থা থেকে সকল স্কুল, মাদ্রাসা ও উপজেলা পর্যায়ে চিঠি পাঠিয়েছেন। আগ্রহী ক্রিকেটারদের ডিজিটাল জন্ম নিবন্ধন এর ফটোকপি ও দুই কপি পাসপোর্ট সাইজের ছবিসহ যোগাযোগ করার জন্য আহবান করছেন।
জানা যায়, প্রতিভা বাছাই কার্যক্রম শেষ করে এক মাসের অধিক সময় নিয়ে জেলা স্টেডিয়ামে তাদের প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণ শেষে বাছাইকৃত ক্রিকেটাররা জেলার বয়সভিত্তিক দলে অংশগ্রহণ করবেন।

 

 

Leave A Reply

Your email address will not be published.

ব্রেকিং নিউজঃ