স্টাফ রিপোর্টারঃ
টাঙ্গাইলে প্রতিবন্ধীদের বিনামূল্যে “মোবাইল থেরাপী ক্যাম্পেইন সেবা” শুরু করেছে প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র। বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানের মুক্ত মঞ্চে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, মনোয়ারা বেগম এমপি ।
অতিরিক্ত জেলা প্রশাসক মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সংগঠনের সভাপতি রুহুল আমিন সিরাজীসহ অন্যরা।
জেলার ১২টি উপজেলার প্রতিবন্ধীদের বিনামূল্যে থেরাপী প্রদান করা হবে। প্রথম পর্যায়ে দেড়মাসব্যাপী চলবে ক্যাম্পেইন। এরপর সংস্থার নির্দিষ্ট কার্যালয় থেকে সারা বছর এই সেবা প্রদান করা হবে।
এতে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে ঘাড়, কোমর, হাটু, মুখ, কানসহ শারিরীক বিভিন্ন প্রতিবন্ধীদেরকে বিনামূল্যে থেরাপী প্রদানের পাশাপাশি হুইল চেয়ার, ট্রাই সাইকেল, সাদাছড়িসহ বিভিন্ন সহায়ক সামগ্রী প্রদান করা হবে।
Prev Post