টাঙ্গাইলে পুলিশ কাপ আন্তঃ উপজেলা কাবাডি টুর্ণামেন্ট শুরু ১৪ মার্চ

0 81

মোজাম্মেল হক ॥
টাঙ্গাইল আউটার স্টেডিয়ামে পুলিশ কাপ আন্তঃ উপজেলা কাবাডি টুর্ণামেন্ট শুরু হচ্ছে মঙ্গলবার (১৪ মার্চ) থেকে। জেলা ক্রীড়া সংস্থার কাবাডি উপ-পরিষদের আয়োজনে খেলার শুভ উদ্বোধন করবেন পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন টাঙ্গাইল পৌরসভার মেয়র সিরাজুল হক আলমগীর, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ ওলিউজ্জামান, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মির্জা মঈনুল হোসেন লিন্টু।




জেলার ১২টি উপজেলা নিয়ে ৪টি গ্রুপ ভিত্তিক টুর্ণামেন্টে প্রতি গ্রুপ থেকে সর্বোচ্চ পয়েন্টধারী ১টি উপজেলা দল সেমিফাইনালে খেলবে এবং ২টি সেমিফাইনাল থেকে বিজয়ী দল ফাইনালে মোকাবেলা করবে।
“ক” গ্রুপে রয়েছে- মির্জাপুর উপজেলা, টাঙ্গাইল সদর উপজেলা ও ভূঞাপুর উপজেলা। “খ” গ্রুপে ধনবাড়ী উপজেলা, সখিপুর উপজেলা ও কালিহাতী উপজেলা। “গ” গ্রুপে ঘাটাইল উপজেলা, দেলদুয়ার উপজেলা ও বাসাইল উপজেলা এবং “ঘ” নাগরপুর উপজেলা, গোপালপুর উপজেলা ও মধুপুর উপজেলা।




উদ্বোধনী দিনে মঙ্গলবার (১৪ মার্চ) সকাল ১০টায় “ক” গ্রুপ থেকে মির্জাপুর উপজেলা ও ভূঞাপুর উপজেলা, দুপুর ২টায় মির্জাপুর উপজেলা ও টাঙ্গাইল সদর উপজেলা এবং বিকেল ৪ টায় ভূঞাপুর উপজেলা ও টাঙ্গাইল সদর উপজেলা দল মুখোমুখি হবে।

 

 

Leave A Reply

Your email address will not be published.

ব্রেকিং নিউজঃ