টাঙ্গাইলে পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত
স্টাফ রিপোর্টারঃ
যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য পরিবেশে আজ শুক্রবার (২৫ ডিসেম্বর) টাঙ্গাইলে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হচ্ছে।
বিশ্ব সাম্য ও মানবতার বার্তাবাহী আখেরী নবী হযরত মুহাম্মদ (সা.) রবিউল আউয়াল মাসের এই দিনে জন্মগ্রহণ ও মৃত্যুবরণ করেন। বিশ্বের মুসলিম সম্প্রদায়সহ শান্তিকামী প্রত্যেক মানুষের কাছে তাই দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
ধর্মীয় ও সামাজিক সংগঠন যথাযোগ্য মর্যাদা ও ভাব-গম্ভীর পরিবেশে দিনটি উদযাপন করছে।
এ উপলক্ষে সকালে জশনে জুলুসে ঈদ-ই-মিলাদুন্নবীর আয়োজন করা হয়।
জুলুসটি জামে মসজিদের সামনে থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
এছাড়াও দিনটি উপলক্ষে বাসা-বাড়িসহ বিভিন্ন স্থানে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।