টাঙ্গাইলে নিরাপদ খাদ্য বিষয়ক জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার।।
টাঙ্গাইলে জেলা পর্যায়ে নিরাপদ খাদ্য বিষয়ক জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সক্ষমতা বৃদ্ধিকরণ প্রকল্প বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, খাদ্য মন্ত্রণালয়ের আয়োজনে ২৯ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে টাঙ্গাইল সদর উপজেলা পরিষদ মিলনায়তনে উক্ত কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথি ছিলেন খাদ্য মন্ত্রণালয়ের সচিব, এনডিসি মোঃ ইসমাইল হোসেন। টাঙ্গাইলের জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার এর সভাপতিত্বে কর্মশালায়
বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মোঃ আব্দুল কাইউম সরকার, অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ সরোয়ার হোসেন, সিভিল সার্জন ডাঃ মোঃ মিনহাজ উদ্দিন মিয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা রানুয়ারা খাতুন প্রমুখ।
কর্মশালা শেষে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে “নিরাপদ খাদ্য বিষয়ক পারিবারিক নির্দেশিকা” বিষয়ে উপকারভোগীদের প্রশিক্ষণ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।