টাঙ্গাইলে নারী উদ্যোক্তাদের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার ॥
আগামী (৬ ও ৭ অক্টোবর) ঢাকায় অনুষ্ঠিত হবে নারী উদ্যোক্তাদের গ্রুপ উইমেন অ্যান্ড ই-কমার্স ট্রাস্ট (উই) এর বার্ষিক সম্মেলন “উই সামিট” সফল করার লক্ষে টাঙ্গাইলে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে পৌর শহরের টাঙ্গাইল কিচেনে “উইমেন অ্যান্ড ই-কমার্স ট্রাস্ট (উই)” এর উদ্যোগে এ প্রস্তুতি সভার আয়োজন করা হয়।
উই’র জেলা প্রতিনিধি মাহবুবা খান জ্যোতি’র নেতৃত্বে প্রস্তুতি সভায় ১৭ জন নারী উদ্যোক্তারা উপস্থিত ছিলেন। আগমাী (৬ অক্টোবর) টাঙ্গাইল থেকে ২৪ জন নারী উদ্যোক্তা সামিট এ অংশগ্রহণ করবে। উই’র জেলা প্রতিনিধি মাহবুবা খান জ্যোতি বলেন, এখন অনেক উদ্যোক্তা হতে যাচ্ছে যারা মাত্র কাজ শুরু করছে নতুন ভাবে এগিয়ে যাবে বলে। যারা ঘরের বাইরে কাজ করতে ভয় পায়। আগামী (৬-৭ অক্টোবর) তারাই টাঙ্গাইল থেকে ঢাকায় পারি জমাচ্ছে মিলন মেলায়। ৬৪ জেলার সব উই উদ্যোক্তারা থাকবে। আশা করি সফলভাবে সম্পূর্ণ হবে। আমরা টাঙ্গাইল জেলাকে উপস্থাপন করবো নতুন করে। আমাদের দেখে যেনো ভবিষ্যৎতে আরও নতুন নারী উদ্যোক্তা গড়ে ওঠে।