টাঙ্গাইলে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলা নববর্ষ উদযাপিত
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলে নানা আয়োজন ও কর্মসূচির মধ্য দিয়ে বাংলা নববর্ষ পহেলা বৈশাখ উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সকালে জেলা প্রশাসনের আয়োজনে শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যান থেকে একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
টাঙ্গাইলের জেলা প্রশাসক ড. আতাউল গনির নেতৃত্বে¡ শোভাযাত্রায় উপস্থিত ছিলেন টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রানুয়ারা খাতুন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনছারী, টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীরসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারি ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শোভাযাত্রায় গ্রাম বাংলার ঐতিহ্য সাজে সজ্জিত হয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষ অংশ নেয়। পরে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এখানে দেশীয় সংস্কৃতিকে তুলে ধরে বিভিন্ন খেলা প্রদর্শন করা হয়।
Comments are closed.